---
তোমার সঙ্গে দেখা না হলেই হত ভালো
-রাজ গৌরব দেবনাথ
কী প্রচণ্ড প্রেমে পড়েছি আমি হঠাৎ করে
চারিদিকে শুধুই দেখি নতুন প্রেমের আলো
ঘুরে চলেছি গোলকধাঁধায় এই প্রেমের ঘোরে
তোমার সঙ্গে দেখা না হলেই হত ভালো
কী কষ্ট পেতে হয় এভাবে প্রেমে পড়লে
মনের ক্যানভাস-এ কেন রূপের রং ঢালো
চোখ দিয়ে কেন আমায় এমন আঘাত করলে
তোমার সঙ্গে দেখা না হলেই হত ভালো
কী জ্বালা প্রেমের ছোঁয়ায়, আমাকে সঙ্গে নাও
নিজের মনে এবার আমার প্রেমের প্রদীপ জ্বালো
উদাসীন থেকো না আর, এবার সাড়া দাও
তোমার সঙ্গে দেখা না হলেই হত ভালো
[রচনা : ২০১৩]
---
তোমার সঙ্গে দেখা না হলেই হত ভালো
-রাজ গৌরব দেবনাথ
কী প্রচণ্ড প্রেমে পড়েছি আমি হঠাৎ করে
চারিদিকে শুধুই দেখি নতুন প্রেমের আলো
ঘুরে চলেছি গোলকধাঁধায় এই প্রেমের ঘোরে
তোমার সঙ্গে দেখা না হলেই হত ভালো
কী কষ্ট পেতে হয় এভাবে প্রেমে পড়লে
মনের ক্যানভাস-এ কেন রূপের রং ঢালো
চোখ দিয়ে কেন আমায় এমন আঘাত করলে
তোমার সঙ্গে দেখা না হলেই হত ভালো
কী জ্বালা প্রেমের ছোঁয়ায়, আমাকে সঙ্গে নাও
নিজের মনে এবার আমার প্রেমের প্রদীপ জ্বালো
উদাসীন থেকো না আর, এবার সাড়া দাও
তোমার সঙ্গে দেখা না হলেই হত ভালো
[রচনা : ২০১৩]
---
No comments:
Post a Comment