---
বসন্তকাল
-রাজ গৌরব দেবনাথ
ফাল্গুনে প্রথম এলাম একে অপরের কাছে
ফুলের গন্ধ ছড়িয়েছে চতুর্দিকে সুবাতাস
পারুল ফুটেছে দ্যাখো আজ গাছে গাছে
প্রেমের জ্বোয়ার আনবে সর্বনাশা চৈত্রমাস
যৌবন আজ কেবলই মাত্র প্রেমের জন্য বাঁচে
বসন্ত আবার রঙ্গীন হয়েছে রঙের বিস্ফোরণে
পলাশ ফুটেছে দ্যাখো আজ গাছে গাছে
প্রেমের আগুন লেগেছে আবার আমার এই মনে
চুম্বনের স্বাদ নতুন করে ঠোঁটের কিনারায় নাচে
আমার দুটি চোখ শুধুই তোমাকে দেখতে চায়
পারিজাত ফুটেছে দ্যাখো আজ গাছে গাছে
পূর্নিমা পূর্ণতা পেল প্রেমেরই প্রেরণায়
রবীন্দ্রনাথ কোথায় তুমি এই বসন্ত উৎসবে
ফিকে হয় রং পারুল পলাশ আর পারিজাতে
যাকে ভালোবাসি সে কি শুধুই আমারই হবে
আমার রং শেষমেশ গিয়ে মেশে রবীন্দ্রনাথে
[রচনা : ২০১৩]
---
বসন্তকাল
-রাজ গৌরব দেবনাথ
ফাল্গুনে প্রথম এলাম একে অপরের কাছে
ফুলের গন্ধ ছড়িয়েছে চতুর্দিকে সুবাতাস
পারুল ফুটেছে দ্যাখো আজ গাছে গাছে
প্রেমের জ্বোয়ার আনবে সর্বনাশা চৈত্রমাস
যৌবন আজ কেবলই মাত্র প্রেমের জন্য বাঁচে
বসন্ত আবার রঙ্গীন হয়েছে রঙের বিস্ফোরণে
পলাশ ফুটেছে দ্যাখো আজ গাছে গাছে
প্রেমের আগুন লেগেছে আবার আমার এই মনে
চুম্বনের স্বাদ নতুন করে ঠোঁটের কিনারায় নাচে
আমার দুটি চোখ শুধুই তোমাকে দেখতে চায়
পারিজাত ফুটেছে দ্যাখো আজ গাছে গাছে
পূর্নিমা পূর্ণতা পেল প্রেমেরই প্রেরণায়
রবীন্দ্রনাথ কোথায় তুমি এই বসন্ত উৎসবে
ফিকে হয় রং পারুল পলাশ আর পারিজাতে
যাকে ভালোবাসি সে কি শুধুই আমারই হবে
আমার রং শেষমেশ গিয়ে মেশে রবীন্দ্রনাথে
[রচনা : ২০১৩]
---
No comments:
Post a Comment