---
দুটি মন
-রাজ গৌরব দেবনাথ
দুটি শহর পাশাপাশি তবুও কত দূরে
দুটি দেশ একই ছিল কি জানি হল তবে
এখনও আমরা গান গাইছি ঠিক একই সুরে
দুটি মন কবে কখন হঠাৎ এক হবে
দুটি মন এতদিন ছিল কোথায় যে কি ভাবে
তাই নিয়ে ভাবনা-চিন্তা ছিল না কোনও লোকের
দুটি মন কি একে অপরকে হঠাৎ দেখতে পাবে
দুটি চোখ খোঁজ করেছে অন্য দুটি চোখের
দুটি মন অপেক্ষায় ছিল প্রবল প্রেমের ঝড়ের
দুটি ধর্ম ভাগ করেছে হিন্দু মুসলমানে
আসলে আমরা সন্তান সব একই ঈশ্বরের
তোমার আল্লা মিশে যাবে ঠিক আমার ভগবানে
[রচনা : ২০১৩]
---
দুটি মন
-রাজ গৌরব দেবনাথ
দুটি শহর পাশাপাশি তবুও কত দূরে
দুটি দেশ একই ছিল কি জানি হল তবে
এখনও আমরা গান গাইছি ঠিক একই সুরে
দুটি মন কবে কখন হঠাৎ এক হবে
দুটি মন এতদিন ছিল কোথায় যে কি ভাবে
তাই নিয়ে ভাবনা-চিন্তা ছিল না কোনও লোকের
দুটি মন কি একে অপরকে হঠাৎ দেখতে পাবে
দুটি চোখ খোঁজ করেছে অন্য দুটি চোখের
দুটি মন অপেক্ষায় ছিল প্রবল প্রেমের ঝড়ের
দুটি ধর্ম ভাগ করেছে হিন্দু মুসলমানে
আসলে আমরা সন্তান সব একই ঈশ্বরের
তোমার আল্লা মিশে যাবে ঠিক আমার ভগবানে
[রচনা : ২০১৩]
---
No comments:
Post a Comment