---
স্মৃতির কালবৈশাখী
-রাজ গৌরব দেবনাথ
অনেক দিন পর আবার স্মৃতির কালবৈশাখী
এলোমেলো করে দিল স্থিরতার ভূমি
হঠাৎ ঝড়ের হাতেই এবার হাত রাখি
চারিদিকে হাতড়িয়ে দেখি কোথাও নেই তুমি
জীবন মানে শুধুই এক টানা ওঠা পড়া
অনেক ওঠার পর এবার সময় হয়েছে নাবার
সব কিছুর মাঝে ছিল তোমার হাত ধরা
জাহান্নুমের চুলোয় যাকগে যা আছে সব যাবার
একাকীত্বের যৌবন আজ কেবলই লাগে এক ঘেয়ে
অসহায়তা লেগে রয়েছে শরীরের রোয়ায়
সে ও নেই যার থেকে স্বর্গের অমৃত নেবো চেয়ে
সে চলে গেলেও রয়ে গেছে সে আমার ঠোঁটের ছোঁয়ায়
[রচনা : ২০১৩]
---
স্মৃতির কালবৈশাখী
-রাজ গৌরব দেবনাথ
অনেক দিন পর আবার স্মৃতির কালবৈশাখী
এলোমেলো করে দিল স্থিরতার ভূমি
হঠাৎ ঝড়ের হাতেই এবার হাত রাখি
চারিদিকে হাতড়িয়ে দেখি কোথাও নেই তুমি
জীবন মানে শুধুই এক টানা ওঠা পড়া
অনেক ওঠার পর এবার সময় হয়েছে নাবার
সব কিছুর মাঝে ছিল তোমার হাত ধরা
জাহান্নুমের চুলোয় যাকগে যা আছে সব যাবার
একাকীত্বের যৌবন আজ কেবলই লাগে এক ঘেয়ে
অসহায়তা লেগে রয়েছে শরীরের রোয়ায়
সে ও নেই যার থেকে স্বর্গের অমৃত নেবো চেয়ে
সে চলে গেলেও রয়ে গেছে সে আমার ঠোঁটের ছোঁয়ায়
[রচনা : ২০১৩]
---
No comments:
Post a Comment