---
এক মুহূর্তের ভুলের জন্য
-রাজ গৌরব দেবনাথ
এতদিনের এত ভালোবাসার এত উচু নিচু
এত হাসি কান্না আর ভালোলাগার রেশ
এত সব কিছু ও তার পরেও আরো কিছু
এক মুহূর্তের ভুলের জন্য কি সব হয়ে যাবে শেষ
এতদিনের অস্থির স্থিরতার সাথে পথ চলা
পেড়িয়ে কথার গলি, গঞ্জ, গ্রাম, শহর, দেশ
এত কথার পরেও আরো কত কথা না বলা
এক মুহূর্তের ভুলের জন্য কি সব হয়ে যাবে শেষ
দূর্ভাগ্য ঠিক সামনে আনে বাস্তবের আয়না
তুমি যদি তাই চাও তবে তাই হোক, বেশ
তবুও এ মন কিছুতেই মানতে যে চায়না
এক মুহূর্তের ভুলের জন্য কি সব হয়ে যাবে শেষ
[রচনা : ২০১৩]
---
এক মুহূর্তের ভুলের জন্য
-রাজ গৌরব দেবনাথ
এতদিনের এত ভালোবাসার এত উচু নিচু
এত হাসি কান্না আর ভালোলাগার রেশ
এত সব কিছু ও তার পরেও আরো কিছু
এক মুহূর্তের ভুলের জন্য কি সব হয়ে যাবে শেষ
এতদিনের অস্থির স্থিরতার সাথে পথ চলা
পেড়িয়ে কথার গলি, গঞ্জ, গ্রাম, শহর, দেশ
এত কথার পরেও আরো কত কথা না বলা
এক মুহূর্তের ভুলের জন্য কি সব হয়ে যাবে শেষ
দূর্ভাগ্য ঠিক সামনে আনে বাস্তবের আয়না
তুমি যদি তাই চাও তবে তাই হোক, বেশ
তবুও এ মন কিছুতেই মানতে যে চায়না
এক মুহূর্তের ভুলের জন্য কি সব হয়ে যাবে শেষ
[রচনা : ২০১৩]
---
No comments:
Post a Comment