---
রঙের বিস্ফোরণ
-রাজ গৌরব দেবনাথ
রঙের বিস্ফোরণ হয়েছে বসন্তের আকাশে
রঙের বিস্ফোরণ হয়েছে তোমার আমার মনে
আমার প্রিয়া রয়েছে এখন ঠিক আমার পাশে
শরীর ঘিরে প্রেম রঙ্গীন স্বপ্নের জাল বোনে
আঁধার কাটিয়ে দিয়েছে এই পূর্নিমার আলো
বাঁধ ভেঙ্গেছে চাঁদের হাসি ফুলে পাতায় ঘাসে
সব থেকে বেসেছি আমি শুধু তোমাকেই ভালো
রাঙিয়ে দিয়েছে প্রেম আমায় নতুন উল্লাসে
বসন্তকাল পোড়ায় শরীর প্রবল প্রেমের আগুনে
পলাশ ও মনের রং হয়েছে এখন লাল
রবীন্দ্রনাথ বসে একা ভাবেন এই ফাগুনে
জানি না আমাদের কী হবে আগামীকাল
[রচনা : ২০১৩]
---
রঙের বিস্ফোরণ
-রাজ গৌরব দেবনাথ
রঙের বিস্ফোরণ হয়েছে বসন্তের আকাশে
রঙের বিস্ফোরণ হয়েছে তোমার আমার মনে
আমার প্রিয়া রয়েছে এখন ঠিক আমার পাশে
শরীর ঘিরে প্রেম রঙ্গীন স্বপ্নের জাল বোনে
আঁধার কাটিয়ে দিয়েছে এই পূর্নিমার আলো
বাঁধ ভেঙ্গেছে চাঁদের হাসি ফুলে পাতায় ঘাসে
সব থেকে বেসেছি আমি শুধু তোমাকেই ভালো
রাঙিয়ে দিয়েছে প্রেম আমায় নতুন উল্লাসে
বসন্তকাল পোড়ায় শরীর প্রবল প্রেমের আগুনে
পলাশ ও মনের রং হয়েছে এখন লাল
রবীন্দ্রনাথ বসে একা ভাবেন এই ফাগুনে
জানি না আমাদের কী হবে আগামীকাল
[রচনা : ২০১৩]
---
No comments:
Post a Comment