---
বৃথা কেটে যায়
-রাজ গৌরব দেবনাথ
কথা দিয়েও দেখা করতে এলে না তো তুমি
কিছুতেই বুঝতে পারিনা প্রেমের মায়াবী খেলা
তুমি ছাড়া এ মন আমার প্রেমহীন মরুভূমি
বলেছিলে দেখা করবে আজ সন্ধ্যেবেলা
সারা দিন কেটে গেল শুধু তোমার অপেক্ষায়
এক এক মুহূর্ত যেন কাটতে চায়না কিছুতেই
সন্ধ্যেবেলা পাখিরা যে যার ঘরে ফিরে যায়
তবুও এখনও তোমার কোথাও কোনও দেখা নেই
এতদিন ছিলাম আমি কলকাতায় একা
ঢাকা ছিল এ মন খানি বিসন্নতার দায়
যে দিন তোমার সঙ্গে কথা হয়না বা দেখা
সেই দিনটা কেবলই আমার বৃথা কেটে যায়
[রচনা : ২০১৩]
---
বৃথা কেটে যায়
-রাজ গৌরব দেবনাথ
কথা দিয়েও দেখা করতে এলে না তো তুমি
কিছুতেই বুঝতে পারিনা প্রেমের মায়াবী খেলা
তুমি ছাড়া এ মন আমার প্রেমহীন মরুভূমি
বলেছিলে দেখা করবে আজ সন্ধ্যেবেলা
সারা দিন কেটে গেল শুধু তোমার অপেক্ষায়
এক এক মুহূর্ত যেন কাটতে চায়না কিছুতেই
সন্ধ্যেবেলা পাখিরা যে যার ঘরে ফিরে যায়
তবুও এখনও তোমার কোথাও কোনও দেখা নেই
এতদিন ছিলাম আমি কলকাতায় একা
ঢাকা ছিল এ মন খানি বিসন্নতার দায়
যে দিন তোমার সঙ্গে কথা হয়না বা দেখা
সেই দিনটা কেবলই আমার বৃথা কেটে যায়
[রচনা : ২০১৩]
---
No comments:
Post a Comment