---
আসসালামু আলাইকুম
-রাজ গৌরব দেবনাথ
আকাশগঙ্গা ঘুরে চলেছে নিজের ছন্দতেই
কক্ষপথ পরিক্রমা করছে বেশ ব্যস্ততায়
দ্বন্দ্বমূলক জড়বাদের সঙ্গে সামঞ্জস্য নেই
হয়ত বা ছিলাম শুধুই তোমার অপেক্ষায়
এপার ওপার দুই বাংলায় শুধু যাওয়া আসা
তবুও প্রেম ঠিকই আছে ইতিহাসের নিচে
কালবৈশাখী নিয়ে আসবে শহরে ভালোবাসা
ক্ষয় ধরে গিয়েছে এই রাস্তার পিচ-এ
ঢাকা ছিল পাতা দিয়ে কোলের উপর আদর
প্রেমের জন্য এখনও এই শহরের কোল পাতা
ঘুমের ঘোরে আকঁড়ে ধরো উষ্ণতার চাদর
মিলে মিশে এক হবে ঢাকা আর কলকাতা
লক্ষ কোটি বছরের ঋতুচক্রে মেতে
তবুও কেন ছুটি নিয়েছে আমার চোখের ঘুম
একটু হাত বাড়ালেই তুমি আমাকেই পেতে
তোমার ঠোঁটে প্রথম শোনা "আসসালামু আলাইকুম"
[রচনা : ২০১৩]
---
আসসালামু আলাইকুম
-রাজ গৌরব দেবনাথ
আকাশগঙ্গা ঘুরে চলেছে নিজের ছন্দতেই
কক্ষপথ পরিক্রমা করছে বেশ ব্যস্ততায়
দ্বন্দ্বমূলক জড়বাদের সঙ্গে সামঞ্জস্য নেই
হয়ত বা ছিলাম শুধুই তোমার অপেক্ষায়
এপার ওপার দুই বাংলায় শুধু যাওয়া আসা
তবুও প্রেম ঠিকই আছে ইতিহাসের নিচে
কালবৈশাখী নিয়ে আসবে শহরে ভালোবাসা
ক্ষয় ধরে গিয়েছে এই রাস্তার পিচ-এ
ঢাকা ছিল পাতা দিয়ে কোলের উপর আদর
প্রেমের জন্য এখনও এই শহরের কোল পাতা
ঘুমের ঘোরে আকঁড়ে ধরো উষ্ণতার চাদর
মিলে মিশে এক হবে ঢাকা আর কলকাতা
লক্ষ কোটি বছরের ঋতুচক্রে মেতে
তবুও কেন ছুটি নিয়েছে আমার চোখের ঘুম
একটু হাত বাড়ালেই তুমি আমাকেই পেতে
তোমার ঠোঁটে প্রথম শোনা "আসসালামু আলাইকুম"
[রচনা : ২০১৩]
---
No comments:
Post a Comment