---
হিন্দু মুসলমান
-রাজ গৌরব দেবনাথ
যদিও আমরা হেঁটেছিলাম ধরে একে অপরের হাত
যদিও আমরা একই সঙ্গে গেয়েছিলাম গান
কেটেছে রোদ্দুর পোড়া দিন, কেটেছে কালো গভীর রাত
তবে কেনই বা আমরা সমাজের চোখে হিন্দু মুসলমান
বাঁচার লড়াই লড়ে চলেছে যে যেখানে বাঁচে
রাষ্ট্র তুমি যেদিকেই যাওনা বাম অথবা ডান
প্রেমের জ্বোয়ারে হার মানতে হবে আমাদেরই কাছে
তবে শুধুই কি আমরা সমাজের চোখে হিন্দু মুসলমান
মানুষ সে তো মানুষ, কিবা নর কিবা নারী
দুটি মন, দুটি শরীর, কোন আদিম যুগের টান
সব বাঁধাই তুচ্ছ করে দিতেই আমরা পারি
তবুও এখনও আমরা সমাজের চোখে হিন্দু মুসলমান
[রচনা : ২০১৩]
---
হিন্দু মুসলমান
-রাজ গৌরব দেবনাথ
যদিও আমরা হেঁটেছিলাম ধরে একে অপরের হাত
যদিও আমরা একই সঙ্গে গেয়েছিলাম গান
কেটেছে রোদ্দুর পোড়া দিন, কেটেছে কালো গভীর রাত
তবে কেনই বা আমরা সমাজের চোখে হিন্দু মুসলমান
বাঁচার লড়াই লড়ে চলেছে যে যেখানে বাঁচে
রাষ্ট্র তুমি যেদিকেই যাওনা বাম অথবা ডান
প্রেমের জ্বোয়ারে হার মানতে হবে আমাদেরই কাছে
তবে শুধুই কি আমরা সমাজের চোখে হিন্দু মুসলমান
মানুষ সে তো মানুষ, কিবা নর কিবা নারী
দুটি মন, দুটি শরীর, কোন আদিম যুগের টান
সব বাঁধাই তুচ্ছ করে দিতেই আমরা পারি
তবুও এখনও আমরা সমাজের চোখে হিন্দু মুসলমান
[রচনা : ২০১৩]
---
No comments:
Post a Comment