---
প্রেমের ক্ষত
-রাজ গৌরব দেবনাথ
প্রেমে না পড়লে কি কবিতা লেখা যায়
কবিতা সে তো ধরা না দেওয়া এক পাখি
পাখি, শুধু আপন মনেই যে গান গায়
প্রেমের ফাঁদ পেতে দিয়েছে আমায় ফাঁকি
একটি ভিজে মন পড়ে আছে যে ঢাকায়
একলা হলেই প্রেমের পাখিকে আমি ডাকি
আর একটি মন কাঁদছে এই কলকাতায়
দুটি মনের মিলন হতে এখনও অনেক বাকি
কবিতা সে তো হতাশ নয়নে বসে চায়
প্রেমের সঙ্গে আবার দেখা হবে নাকি
কবিতা কে কষ্ট দিয়ে প্রেম কিবা পায়
কবিতা দিয়েই প্রেমের ক্ষত আমি ঢাকি
[রচনা : ২০১৩]
---
প্রেমের ক্ষত
-রাজ গৌরব দেবনাথ
প্রেমে না পড়লে কি কবিতা লেখা যায়
কবিতা সে তো ধরা না দেওয়া এক পাখি
পাখি, শুধু আপন মনেই যে গান গায়
প্রেমের ফাঁদ পেতে দিয়েছে আমায় ফাঁকি
একটি ভিজে মন পড়ে আছে যে ঢাকায়
একলা হলেই প্রেমের পাখিকে আমি ডাকি
আর একটি মন কাঁদছে এই কলকাতায়
দুটি মনের মিলন হতে এখনও অনেক বাকি
কবিতা সে তো হতাশ নয়নে বসে চায়
প্রেমের সঙ্গে আবার দেখা হবে নাকি
কবিতা কে কষ্ট দিয়ে প্রেম কিবা পায়
কবিতা দিয়েই প্রেমের ক্ষত আমি ঢাকি
[রচনা : ২০১৩]
---
No comments:
Post a Comment