---
রবীন্দ্রনাথেই বাঁধা
-রাজ গৌরব দেবনাথ
ঢাকা ছিল মনের কষ্ট কৃত্রিম হাসি মেলে
ঢাকা ছিল চোখের কান্না শহরের ভিড়ে
হঠাৎ তুমি বসন্তকাল নিয়ে চলে এলে
আবার পলাশ ফুটেছে দ্যাখো তোমাকেই ঘিরে
ঢাকা ছিল একাকীত্ব যান্ত্রিক হট্টগোলে
ঢাকা ছিল জর্জরিত জড়বাদের কলকাতায়
হঠাৎ তুমি নতুন করে বাঁচার কারণ হলে
ফের আবীর উড়েছে দ্যাখো তোমাকে ছোঁয়ার আশায়
নিভে যাওয়া সলতেতে প্রেম উঠেছে জ্বলে
প্রেম আমার উন্মাদ ঘোড়া অস্থির ও বন্য
পূব আকাশ লাল হয়েছে তোমাকে রাঙাবে বলে
রঙ্গীন সূর্য উঁকি দিয়েছে তোমাকে দেখার জন্য
তুমি এবার যাবে শহর থেকে শান্তিনিকেতনে
দোল-পূর্নিমায় এক হবে কি কৃষ্ণ এবং রাধা
আমার প্রেম আর পারছি না ধরে রাখতে এই মনে
বসন্তকালে আমার প্রেম রবীন্দ্রনাথেই বাঁধা
[রচনা : ২০১৩]
---
রবীন্দ্রনাথেই বাঁধা
-রাজ গৌরব দেবনাথ
ঢাকা ছিল মনের কষ্ট কৃত্রিম হাসি মেলে
ঢাকা ছিল চোখের কান্না শহরের ভিড়ে
হঠাৎ তুমি বসন্তকাল নিয়ে চলে এলে
আবার পলাশ ফুটেছে দ্যাখো তোমাকেই ঘিরে
ঢাকা ছিল একাকীত্ব যান্ত্রিক হট্টগোলে
ঢাকা ছিল জর্জরিত জড়বাদের কলকাতায়
হঠাৎ তুমি নতুন করে বাঁচার কারণ হলে
ফের আবীর উড়েছে দ্যাখো তোমাকে ছোঁয়ার আশায়
নিভে যাওয়া সলতেতে প্রেম উঠেছে জ্বলে
প্রেম আমার উন্মাদ ঘোড়া অস্থির ও বন্য
পূব আকাশ লাল হয়েছে তোমাকে রাঙাবে বলে
রঙ্গীন সূর্য উঁকি দিয়েছে তোমাকে দেখার জন্য
তুমি এবার যাবে শহর থেকে শান্তিনিকেতনে
দোল-পূর্নিমায় এক হবে কি কৃষ্ণ এবং রাধা
আমার প্রেম আর পারছি না ধরে রাখতে এই মনে
বসন্তকালে আমার প্রেম রবীন্দ্রনাথেই বাঁধা
[রচনা : ২০১৩]
---