13 April 2013

Dudh

---

দুধ 


-রাজ গৌরব দেবনাথ স্নান করানো হচ্ছে তোমায় 

লিটার লিটার দুধের নদী বইছে 
কিন্তু ফুটপাথের ওই বাচ্চাটা
সকাল থেকে খিদের জ্বালা সইছে 

মন্দিরের রং সাদা, আবার 

সকাল থেকে ড্রেন-এর জলও সাদা 
কিন্তু ফুটপাথের ওই বাচ্চাটা 
প্রচণ্ড এক খিদের জালে বাঁধা 

তোমার শরীর স্পর্শ করে 

শেষমেশ গিয়ে মিশছে নোংড়া জলে 
কিন্তু ফুটপাথের ওই বাচ্চাটা
জানলোই না দুধের স্বাদ কাকে বলে 

তোমার শরীর ধুচ্ছে দুধে 

ধুচ্ছে মানুষ যত রাজ্যের পাপ 
কিন্তু ফুটপাথের ওই বাচ্চাটা
বেঁচে থাকাই এক কুৎসিত অভিশাপ 

গোমড়া মুখ কেন তোমার 

মন্দিরে যখন দুধের ফোয়ারা ভাসে 
কিন্তু ফুটপাথের ওই বাচ্চাটা
ফুটপাথেই বসে অলক্ষে কিন্তু হাসে ...

[রচনা : ২০০৭]


---

No comments:

Post a Comment