---
ঠোঁট
-রাজ গৌরব দেবনাথ
যখন প্রথম কাছে আসে তোমার ঠোঁট দুটি
যেন আদিম যুগ থেকে আমি ছিলাম অপেক্ষায়
হতাশা আমার মন থেকে নিমেষেই নেয় ছুটি
এই শরীর শুধু তোমাকেই কাছে পেতে চায়
দুটি ঠোঁট তোমার এত কাছেই এলো যখন
যেন জীবন শুরু হল আমার আবার নতুন করে
নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম আমি হয়ত তখন
এখনও মেতে আছি প্রথম চুম্বনের ঘোরে
ঠোঁটের ভিতরে ঠোঁট গোটা পৃথিবীটাই জুড়ে
লালসা-ভালোবাসা মিলে মিশে একাকার
দিনরাত মরেছি আমি তোমার আগুনে পুড়ে
ব্রহ্মাণ্ড শুনতে পেয়েছে আমার ঠোঁটের হাহাকার
[রচনা : ২০১৩]
---
ঠোঁট
-রাজ গৌরব দেবনাথ
যখন প্রথম কাছে আসে তোমার ঠোঁট দুটি
যেন আদিম যুগ থেকে আমি ছিলাম অপেক্ষায়
হতাশা আমার মন থেকে নিমেষেই নেয় ছুটি
এই শরীর শুধু তোমাকেই কাছে পেতে চায়
দুটি ঠোঁট তোমার এত কাছেই এলো যখন
যেন জীবন শুরু হল আমার আবার নতুন করে
নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলাম আমি হয়ত তখন
এখনও মেতে আছি প্রথম চুম্বনের ঘোরে
ঠোঁটের ভিতরে ঠোঁট গোটা পৃথিবীটাই জুড়ে
লালসা-ভালোবাসা মিলে মিশে একাকার
দিনরাত মরেছি আমি তোমার আগুনে পুড়ে
ব্রহ্মাণ্ড শুনতে পেয়েছে আমার ঠোঁটের হাহাকার
[রচনা : ২০১৩]
---
No comments:
Post a Comment