---
মিলন অথবা বিচ্ছেদ
-রাজ গৌরব দেবনাথ
শরীরে প্রেম উঠেছে নেমেছে জ্বোয়ার আর ভাটায়
আমার প্রেম ছুটে গিয়েছে অনন্ত থেকে অনন্তে
প্রেম বিঁধেছে গোলাপের পাপড়ি থেকে কাটায়
তোমাকে খুঁজেছি আমি এই রবীন্দ্রনাথের বসন্তে
বসন্তের সব ফুল-রং আজ লাগে ম্লান
তুমি কাছে নেই তাই সবই যেন শূন্য
ভোরের কোকিল হঠাৎ কেন থামিয়ে দেয় গান
বিচ্ছেদের জ্বালায় আমি আজ অনেকখানি ক্ষুন্ন্য
তবুও আমার চোখ খুঁজেছে তোমার দুটি চোখ
তুমি ঠিকই বজায় রাখলে অভিমানের জেদ
বিধাতার লিখনে যা আছে সেটাই নাহয় হোক
মিলন থাকলে মিলন, বিচ্ছেদ থাকলে বিচ্ছেদ
রবীন্দ্রনাথ, কত কষ্ট পেয়েছ তুমি এ ভুবন মাঝে
মিলন অথবা বিচ্ছেদ, সবই তুচ্ছ তোমার কাছে
বসন্তে এ কোন গান তোমার হৃদয় জুড়ে বাজে
সেই গানটি শোনার জন্যই আমারও হৃদয় আজও বাঁচে
[রচনা : ২০১৩]
---
মিলন অথবা বিচ্ছেদ
-রাজ গৌরব দেবনাথ
শরীরে প্রেম উঠেছে নেমেছে জ্বোয়ার আর ভাটায়
আমার প্রেম ছুটে গিয়েছে অনন্ত থেকে অনন্তে
প্রেম বিঁধেছে গোলাপের পাপড়ি থেকে কাটায়
তোমাকে খুঁজেছি আমি এই রবীন্দ্রনাথের বসন্তে
বসন্তের সব ফুল-রং আজ লাগে ম্লান
তুমি কাছে নেই তাই সবই যেন শূন্য
ভোরের কোকিল হঠাৎ কেন থামিয়ে দেয় গান
বিচ্ছেদের জ্বালায় আমি আজ অনেকখানি ক্ষুন্ন্য
তবুও আমার চোখ খুঁজেছে তোমার দুটি চোখ
তুমি ঠিকই বজায় রাখলে অভিমানের জেদ
বিধাতার লিখনে যা আছে সেটাই নাহয় হোক
মিলন থাকলে মিলন, বিচ্ছেদ থাকলে বিচ্ছেদ
রবীন্দ্রনাথ, কত কষ্ট পেয়েছ তুমি এ ভুবন মাঝে
মিলন অথবা বিচ্ছেদ, সবই তুচ্ছ তোমার কাছে
বসন্তে এ কোন গান তোমার হৃদয় জুড়ে বাজে
সেই গানটি শোনার জন্যই আমারও হৃদয় আজও বাঁচে
[রচনা : ২০১৩]
---
No comments:
Post a Comment