21 February 2013

Koto Din Haat Dhuini Aar Oi Bhabey

---

কত দিন হাত ধুইনি আর ওই ভাবে 

-রাজ গৌরব দেবনাথ 


এলোমেলো ঝোড়ো হাওয়া সময় কেটে খায় 
স্মৃতির পাতা আবার ঠিকই পালটে যাবে 
জল আসে তবুও কেন জল বয়ে যায় 
কত দিন হাত ধুইনি আর ওই ভাবে 

কত দিন হয়নি বলা কথা তোমার সাথে 
চলে গেছ দূরে তুমি আজ বহু দূরে 
একা-একা কেটে গেছে আমার দিনে-রাতে 
নতুন কোনও গান গাওয়া হয়নি আর সুরে 

সুর-তাল কেটে গেছে জীবনের মাঝে 
গানের পাখি পেড়িয়ে গেছে দিগন্তের পার 
সবাই ব্যস্ত দেখি যে যার নিজের কাজে 
এতটুকু সময় নেই কারোর কাছে আর 


ছোট-খাটো জীবনে শুধুই আসা-যাওয়া 
ছোট-খাটো আনন্দ, ছোট-খাটো হাসি 
কান্নার মাঝেও যেন সুখ খুঁজে পাওয়া 
একবার যদি বলতো কেউ, 'তোমায় ভালবাসি' 

তাই এলোমেলো ঝোড়ো হাওয়া সময় কেটে খায় 
হিসেব করে দেখো কে কতটা কী পাবে 
সময় সে তো সময় সে তো ঠিকই বয়ে যায়  
কত দিন হাত ধুইনি আর ওই ভাবে ...

[রচনা : ২১/০২/২০১৩]

---

No comments:

Post a Comment