21 February 2013

Shahbag-e Ekushey February-r Bhor






---

শাহবাগ-এ একুশে ফেব্রুয়ারির ভোর 


-রাজ গৌরব দেবনাথ 


একুশের ভোরে বাংলা ভাষা সেলাম তোমাকে সেলাম 
একুশের ভোরে বাংলা ভাষার হাতেই রেখেছি হাত 
একুশের ভোরে আবার আমরা তোমার কাছেই এলাম 
একুশের ভোরে শাহবাগ তোমায় জানাই সুপ্রভাত 

এক এক করে একাধিক মানুষ জেগে উঠেছে আজ 
নতুন সময় আবার আসছে এই একুশের ভোরে 
প্রতিবাদ থেকে এবার পরো প্রতিশোধের সাজ 
আবার নতুন সূর্য উঠেছে প্রজন্ম চত্বরে

আমার বাংলা ভাষা লড়েছে ঢাকায় আর শিলচরে 
রুখে দাঁড়িয়েছে বাংলার কত নর আর কত নারী 
বাংলা ভাষা পৌঁছে গিয়েছে সবার ঘরে-ঘরে 
সেলাম উনিশে মে আর একুশে ফেব্রুয়ারি 

আব্দুল জব্বার, রফিক উদ্দীন, শফিউর রহমান 
বীর শহীদ রাঙিয়ে দিয়েছে পূব আকাশের কোণ 
আজও তাঁরা শোনায় তোমায় বাংলা ভাষায় গান 
আবুল বরকত, আবদুস সালাম, আরও কত ভাই-বোন

কত কান্না মৃত্যু ধর্ষণ আর চিৎকার হাহাকারের 
বাংলা ভাষার কসম তোদের কোনওরকম ক্ষমা নাই 
শাস্তি হোক ঘাতক খুনী জল্লাদ রাজাকারের 
মীরপুরের কসাই তোর যেন ফাঁসি দেখতে পাই 

বীরাঙ্গনাদের ধর্ষণের বিচার চাইছে একাত্তর 
কোথায় লুকিয়ে থাকবি তুই দানব-বলাৎকারী 
পাপের হিসেব নেবে আজ প্রজন্ম চত্বর 
পাপের হিসেব নেবে আজ একুশে ফেব্রুয়ারি 

গণসঙ্গীত-রণসঙ্গীত মিশে গিয়ে একাকার 
রণহুঙ্কার ডাকছে তোমায় গাইছে তোমাকে চাই 
কোথায় পালিয়ে যাবি তুই আজ রাক্ষস-রাজাকার 
সকল যুদ্ধাপরাধীর মৃত্যুদণ্ডের দাবি জানাই 

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি 
আলতাফ মাহমুদ ডাকছেন তোমায় এই গানটির সুরে 
মৃত-দেহটিকেও অদৃশ্য করে দিয়েছিল অত্যাচারী 
বিশ্রাম নিচ্ছেন তিনি আজ সমস্ত বাংলার মাটি জুড়ে 

স্মৃতিতে এখনও মুক্তিযুদ্ধ আর মুক্তিবাহিনী 
'জয় বাংলা', একটি স্লোগান তোমায়-আমায় ডাকে 
শাবাশ শাহবাগ, তুমি লিখছ নতুন যুগের কাহিনী 
শাহবাগ তুমি এক করেছ আজ দুই-বাংলাকে 

আবার গণ-অভ্যুত্থানে বাংলা ভাষার স্বাধীনতা 
আবার গণ-জাগরণের গন্ধ বাতাসে পেলাম 
বাংলাদেশ জুড়ে গর্জিয়ে ওঠে তিন-মিনিটের নীরবতা 
অমর শহীদ রাজীব হায়দার সেলাম তোমাকে সেলাম ...

[রচনা : ভোরবেলা, ২১/০২/২০১৩]


---



  

No comments:

Post a Comment