---
ঘুমাওনি তুমিও যে সারা রাত
-রাজ গৌরব দেবনাথ
আমার একার আর দোষ নয় হেথা
সারা রাত করেছি আমি অদৃশ্যের খোঁজ
খুঁজেছি তোমার মতো কাউকে যে বৃথা
হতাশা এসে ঘিরে ধরেছে আমায় রোজ
রাতের আঁধারে এসেছে সে বান্ধবী
দিনের আলোয় যাকে পাইনা আর খুঁজে
একেঁছি সাদা-কালো শুধু তার ছবি
দেখেছি তার মুখ দুটি চোখ বুজে
সারা রাত কেটে গেল অজস্র কথা বলে
তবুও কিছুই যেন হল না বলা
ভোরের আলোর সাথে তুমি গেলে চলে
শহরের বুকে ফের একা পথ চলা
সারা রাত কেটে গেল হেলায় আর ফেলায়
দিনের আলোয় আমি আবার যে একা
খুঁজে মরেছি তোমায় মানুষের মেলায়
রাতের বেলায় কি পাবো ফের দেখা
রাতের দেবী অথবা নিশি-হাতছানি
মায়ার জালেতে আমায় ফেলেছ যে বেঁধে
শরীর বলেছে শুধু তোমাকেই জানি
ভালবাসা খুন হল বয়সের ভেদে
কবিতায় পাপ নেই, পাপ নেই মনে
শহর পুড়েছে ছাই সূর্যের তাপে
টাকার চাকা ঘুরছে না আজ এই কোণে
টাকার হিসেবে সমাজ মানুষকে মাপে
তবুও সব হিসেব-নিকেশ একদিন শূন্য
যখন বাড়িয়ে দেবো অদৃশ্যের দিকে হাত
জীবন সংগ্রামে আজ অনেকখানি ক্ষুন্ন
ঘুমাইনি আমিও, ঘুমাওনি তুমিও যে সারা রাত ...
[রচনা : ২০০৯]
---
ঘুমাওনি তুমিও যে সারা রাত
-রাজ গৌরব দেবনাথ
আমার একার আর দোষ নয় হেথা
সারা রাত করেছি আমি অদৃশ্যের খোঁজ
খুঁজেছি তোমার মতো কাউকে যে বৃথা
হতাশা এসে ঘিরে ধরেছে আমায় রোজ
রাতের আঁধারে এসেছে সে বান্ধবী
দিনের আলোয় যাকে পাইনা আর খুঁজে
একেঁছি সাদা-কালো শুধু তার ছবি
দেখেছি তার মুখ দুটি চোখ বুজে
সারা রাত কেটে গেল অজস্র কথা বলে
তবুও কিছুই যেন হল না বলা
ভোরের আলোর সাথে তুমি গেলে চলে
শহরের বুকে ফের একা পথ চলা
সারা রাত কেটে গেল হেলায় আর ফেলায়
দিনের আলোয় আমি আবার যে একা
খুঁজে মরেছি তোমায় মানুষের মেলায়
রাতের বেলায় কি পাবো ফের দেখা
রাতের দেবী অথবা নিশি-হাতছানি
মায়ার জালেতে আমায় ফেলেছ যে বেঁধে
শরীর বলেছে শুধু তোমাকেই জানি
ভালবাসা খুন হল বয়সের ভেদে
কবিতায় পাপ নেই, পাপ নেই মনে
শহর পুড়েছে ছাই সূর্যের তাপে
টাকার চাকা ঘুরছে না আজ এই কোণে
টাকার হিসেবে সমাজ মানুষকে মাপে
তবুও সব হিসেব-নিকেশ একদিন শূন্য
যখন বাড়িয়ে দেবো অদৃশ্যের দিকে হাত
জীবন সংগ্রামে আজ অনেকখানি ক্ষুন্ন
ঘুমাইনি আমিও, ঘুমাওনি তুমিও যে সারা রাত ...
[রচনা : ২০০৯]
---
No comments:
Post a Comment